রাজধানীর কলাবাগানে ইংরেজি মাধ্যমপড়ুয়া স্কুলছাত্রী ছাত্রী আনুশকা আমিন অর্ণাকে (১৭) ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেফতার ফারদিন ইফতেখার দিহানকে (১৮) কলাবাগান থানা থেকে আদালতে নেয়া হয়েছে। তাকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে কলাবাগান থানায় আনুশকাহর বাবার করা মামলায় শুক্রবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে দিহানকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানান ওসি (তদন্ত) আসাদুজ্জামান তার ১০ দিনের রিমান্ড দাবি করেছেন। আদালত এ বিষয়ে এখনও আদেশ দেননি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার টেলিফোন অপারেটর আনোয়ার হোসেন।
মামলার এজাহারে উল্লেখ করা আছে, ফারদিন ইফতেখার দিহান বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে ওই স্কুলছাত্রীকে প্রেমে প্রলুব্ধ করে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। ৬৩/৪ লেক সার্কাস ডলফিনগলি পান্থপথ কলাবাগানের বাসায় নিয়ে যায় তাকে। এরপর ফাঁকা বাসায় মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে। ধর্ষণের সময় শরীর থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণের কারণে মেয়েটি অচেতন পড়ে। তখন বিবাদী ধর্ষণের বিষয়টি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য মেয়েটিকে নিয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যায়। সেখানে ভিকটিমের মৃত্যু হয়। সংবাদ পেয়ে কলাবাগান থানা পুলিশের একটি দল দ্রুত হাসপাতালে যায়।





