বরিশাল নদী বন্দরে ঢাকা-বরিশাল রুটে যাত্রীবাহী সুন্দরবন-১১ লঞ্চের ছাদে হত্যার শিকার যুবকের পরিচয় মিলেছে। তার নাম শামীম হাওলাদার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বরিশাল সিআইডির ইন্সপেক্টর নুরুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত শামীম ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুপিলা গ্রামের খালেক হাওলাদারের ছেলে।তার পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।
তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় আবির ফ্যাশন নামে একটি গার্মেন্টসের শ্রমিক ছিলেন। ঢাকা থেকে বরিশালে কি কারণে এসেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।