গতকাল (১১ই অক্টোবর ২০২০ইং) সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান উদ্দিন আহমদের (৩৪) মৃত্যু হয়।ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মদ আখতারুজ্জামান মাহদী রায়হান উদ্দিন আহমদের (৩৪) মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আজ রবিবার (১২ অক্টোবর) ইসলামী শাসতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাকা মহানগর পূর্বের শুরার অধিবেশনে সভাপতির বক্তব্যে মুহাম্মদ আখতারুজ্জামান মাহদী বলেন, দেশে চলমান জুলুম-নির্যাতন ও ক্ষমতা প্রদর্শনের নগ্ন প্রতিযোগিতায় প্রশাসনের ভূমিকা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।এদেশে সুশাসন মারা গেছে। সিলেট সহ সারা দেশে পুলিশী নির্যাতন এরই প্রমাণ বহন করে।
তিনি আরো বলেন,যেখানে প্রশাসন জনগণের জানমালের নিরাপত্তা দিবে সেখানে পুলিশ প্রতিনিয়ত ও জনগণের ওপর জুলুম-নির্যাতনসহ জনগণের অধিকার খর্ব করছে। হত্যার মতো জঘন্য কাজও তাদের দ্বারা প্রকাশ পাচ্ছে। এটা জাতির জন্য হতাশাজনক।
সবশেষে প্রশাসনকে সিলেটের ঘটনার যথাযথ তদন্ত পূর্বক দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার আহবান জানাম। অন্যথায় ছাত্র-জনতা তীব্র প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলবে।
শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাব্বির আহমাদ এর সঞ্চালনায় মজলিশে শুরা অধিবেশনে আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ পিয়াস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম ইমরান, অর্থ সম্পাদক মাইনুল ইসলাম সহ মজলিশে আমেলা ও শুরার সদস্যবৃন্দ।