আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছন, ১২ বছর ধরে তারা (বিএনপি) সরকার উৎখাতে নানা ষড়যন্ত্র করছেন। কিন্তু এটা করতে গিয়ে নিজেরাই জনগণ থেকে উৎখাত হয়েছেন। সরকার উৎখাতের কথা বলে তারা যেমন জনগণের কাছে হাস্যকর হয়েছেন। আমি বিএনপিকে অনুরোধ জানাব, আপনারা ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসুন।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণসভায় তিনি একথা বলেন।
‘বিএনপির রাজনীতিকরা রাজনীতির কাক’ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেছেন। খাবারের উচ্ছিষ্ট রাস্তায় বিলালে যেমন প্রচুর কাকের সমাবেশ হয়, তেমনই ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দেওয়ায় রাজনীতির কাকরা বিএনপিতে জড়ো হয়েছিলেন। আর যারা এখন বিএনপিতে বড় বড় রাজনীতিবিদ, তারা সবাই রাজনীতির কাক।
সৈয়দ আশরাফুল ইসলামকে স্মরণ করে ড. হাছান মাহমুদ বলেন, আমাদের দলের ইতিহাসে অনেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ভবিষ্যতেও অনেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। কিন্তু আশরাফ ভাইয়ের মতো এমন ভদ্রজন সাধারণ সম্পাদক খুব একটা পাইনি। তিনি রাজনীতিকে পেশা নয়, ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন।
তিনি আরও বলেন, এ বছর আমাদের প্রত্যাশা থাকবে দুটি-দেশ করোনামুক্ত হবে এবং বিএনপি ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসবে।