সরকারের উদাসীনতা করোনাভাইরাসকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের উদাসীনতা, অবজ্ঞা, অবহেলা করোনাভাইরাসকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছে। করোনার চিকিৎসায় সরকারিভাবে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
বুধবার (০৫ মে) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত করোনাভাইরাসের স্বাস্থ্য সেবা অ্যাপ জেড আর এফ ট্রিটমেন্ট’ উদ্বোধনকালে এক ভার্চুয়াল সভায় এ মন্তব্য করেন তিনি।
সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, একদিকে করোনা টেস্টের ক্ষেত্রে সরকারের মিথ্যাচার, অন্যদিকে চিকিৎসার ক্ষেত্রে ভ্রষ্টাচার ও দুর্নীতি দেশকে চরম বিপদের মধ্যে ফেলে দিয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, এই সরকার চরম ভঙ্গুর একটি স্বাস্থ্যখাত তৈরি করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি জনগণের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।
মির্জা ফখরুল বলেন, করোনায় সরকারের প্রণোদনা দেওয়ার ক্ষেত্রেও দুর্নীতির আশ্রয় গ্রহণ করেছে। জনগণের কোনো ব্যবস্থা করা হয়নি। এই সরকার সম্পূর্ণ জনবিচ্ছিন্ন সরকার, তাদের কোনো জবাবদিহিতা নেই। যে কারণে জনগণের প্রতিও তাদের কোনো দায়বদ্ধতা নেই। সেই দায়িত্বহীনতার কারণেই আজ গোটা জাতিকে চরম বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
ফখরুল আরও বলেন, গণতান্ত্রিক সরকার ছারা এ ধরনের মহামারি মোকাবিলা করা সম্ভব না। সেইজন্যই আমাদের সবচেয়ে প্রয়োজন একটি গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করা।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে এ ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।