শাহবাগে ‘শেকলবন্দী’ সমাবেশের ডাক দিয়েছেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায়ে সরকারকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছেন তারা। আজ রবিবার রাতে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী বিষয়টি নিশ্চিত করেছেন।
মিয়াজী বলেন, আমরা আর এটা নিয়ে কোন প্রকার তালবাহানা দেখতে চাই না। সরকার যদি আগামী ৭ নভেম্বরের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করাসহ ৪ দফা দাবি মেনে না নেয়; তাহলে আমরা আগামী ১৩ নভেম্বর থেকে শাহবাগের আন্দোলন শুরু করব।