সবকিছু বন্ধ করে দিলে দেশ চলবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম।
তিনি বলেন,
‘মানুষের মাছ, মাংস, দুধ, ডিমের চাহিদা পূরণ করতে হবে। সবকিছু বন্ধ করে দিলে এগুলোর চাহিদা পূরণ হবে না। আবার উৎপাদক, খামারি, বিপণনকারীসহ এ খাত সংশ্লিষ্টরাও ক্ষতিগ্রস্ত হবেন।’
মঙ্গলবার (৬ এপ্রিল) সরকার ঘোষিত চলমান নিষেধাজ্ঞাকালে মাছ, হাঁস-মুরগি, গবাদিপশু, দুধ, ডিম, মাছের পোনা, মুরগির বাচ্চা, পশু চিকিৎসা-সামগ্রী, টিকা, কৃত্রিম প্রজনন-সামগ্রী, মৎস্য ও পশুখাদ্য, ওষুধ ইত্যাদি পরিবহন ও বিপণন কার্যক্রম নিশ্চিতকরণ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন,
সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শাহ্ মো. ইমদাদুল হক ও শ্যামল চন্দ্র কর্মকার, মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. শেখ আজিজুর রহমানসহ মৎস্য অধিদফতর ও প্রাণিসম্পদ অধিদফতরের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা এ সভায় অংশ নেন।