পাকিস্তানের বেফাকুল মাদারিসের প্রধান মাওলানা সলিমুল্লাহ খান রহ.-এর ছেলে জামিয়া ফারুকিয়া করাচীর মুহতামিম ডক্টর মাওলানা আদিল খান সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন। খবর ডেইলি জং-এর।
পাকিস্তান পুলিশ জানিয়েছে, শাহ ফয়সাল কলোনীতে তার গাড়ীর উপর অজ্ঞাত মোটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা হামলা চালায়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌছার আগেই তিনি ইন্তেকাল করেছেন বলে জানিয়েছে ডেইলি জং।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে ডেইলি জং জানিয়েছে, দুটি গুলি মাওলানা আদিলকে আঘাত করে, একটি ঘাড়ে, অপরটি শরীরে। এ ঘটনায় সিন্ধু মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ হত্যার সাথে জড়িত সন্দেহভাজনদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছেন।
তবে পাকিস্তানের সচেতন মহল এটাকে শিয়াদের টার্গেট কিলিং-এর অংশ বলে দাবি করেছেন। তাদের মতে ইতিপূর্বেও শিয়াদের টার্গেট কিলিং-এর শিকার হয়েছেন পাকিস্তানের বহু প্রথিতযশা আলেম। জানা গেছে, তিন দিন আগে জামিয়া হক্কানিয়ার প্রধান মুফতিও টার্গেট কিলিং এ শাহাদাত বরণ করেন। পাকিস্তানের শিয়ারা বড় বড় আলেমদের টার্গেট কিলিং এর শিকার করার এ সংস্কৃতি বহু পুরনো বলে দাবি করছে সচেতন পাকিস্তানি নাগরিকগণ।