এইচ এম মাহমুদ হাসান- রাজধানী উত্তরায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তরার সকল শহীদদের স্মরণে উত্তরা ৩ নং সেক্টরস্থ শহীদ মুগ্ধ মঞ্চ প্রাঙ্গণে শোকসভা মোমবাতি প্রজ্জ্বলন ও আহত ২ শিক্ষার্থীর পরিবারের কাছে নগদ অর্থ প্রদান করেন প্রগ্রেসিফ ফোরাম উত্তরা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর’২৪) বিকেল ৫টায় ড. প্রফেসর আবু রায়হানের সভাপতিত্বে ও শাফি আহমেদ শফিকের সঞ্চালনায় এই আয়োজনে প্রগ্রেসিফ ফোরাম উত্তরার সদস্য ছাড়াও শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
এ সময় সভাপতির বক্তব্যে প্রকৌশলী আবু রায়হান বলেন, বাংলাদেশে আর কোন বৈষম্যের ঠাঁই নেই; কারণ বহু জীবনের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। রাষ্ট্রের সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে আমাদের।
এ সময় শোকসভায় আরো উপস্থিত ছিলেন, রঘু অভিজিৎ রায়, জাকির হোসেন, হামিদুল ইসলাম,দেবাশীষ কর্মকার,
শিক্ষক হেলাল উদ্দিন, আবৃত্তিশিল্পী মোহাম্মদ শাহানুর ইসলাম, গুলিবিদ্ধ বিপ্লবী ছাত্র মো. হৃদয়
আহত ও শহিদ ছাত্র পরিবারের সদস্যবৃন্দের পক্ষে মো. জুবায়ের হোসেন।