হেফাজতে ইসলামের ডাকে শুক্রবার (২ এপ্রিল) সারা দেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী।
বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
বাবুনগরী বলেন,
মোদির আগমনের প্রতিবাদে ২৬ মার্চ ঢাকা বায়তুল মোকাররম, হাটহাজারী, যাত্রাবাড়ী, বি-বাড়িয়াসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত তৌহিদী জনতার ওপর গুলিবর্ষণ করে ২০ জনকে শহিদ করা হয়েছে এবং গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে শত শত প্রতিবাদী তৌহিদী জনতাকে রক্তাক্ত করা হয়েছে।
শান্তিপূর্ণ আন্দোলনে এভাবে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে আগামী শুক্রবার হেফাজতে ইসলামের ব্যানারে সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করুন। বাদ জুমা দেশের প্রতিটি মসজিদ থেকে হেফাজতে ইসলামের ব্যানারে সুশৃঙ্খলভাবে প্রতিবাদ মিছিল বের করার জন্য আহ্বান জানান তিনি।
বাবুনগরী বলেন,
আল্লামা বাবুনগরী আরো বলেন, নিরীহ-নিরস্ত্র ছাত্রদের পাখির মতো গুলি করে হামলা ও শহিদ করল, এর কোনো বিচার এখনো হয়নি। বরং দেশের বিভিন্ন জায়গায় হেফাজতে ইসলামের নেতাকর্মীসহ তৌহিদী জনতার ওপর নানা হয়রানি করা হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি।