মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষার দীর্ঘ বিরতিতে এদেশের ছাত্র সমাজ সামাজিক বিভিন্ন অবক্ষয় ও অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এদেশের বোদ্ধামহল সহ অবিভাবকগণ ভবিষ্যত নিয়ে শঙ্কিত। মেধাবী ছাত্র সমাজ ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তায় টার্গেট থেকে বিচ্যুত হচ্ছে।
শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের ধারাবাহিক কর্তব্যহীন পদক্ষেপে ছাত্র সমাজ তাদের অনিশ্চিত ভবিষ্যত নিয়ে শঙ্কিত। আজ প্রায় ১৫ মাস অতিবাহিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষা নিয়ে আপনাদের ধারাবাহিক তামাশা দেখে ছাত্র সমাজ আজ হতাশ।
“যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে” ইশা ছাত্র আন্দোলন নেত্রকোণা জেলা শাখা কর্তৃক আয়োজিত ‘মানববন্ধনে’ নেত্রকোণা জেলা সভাপতি মো: ওমর ফারুক ওফা উপরোক্ত কথাগুলো বলেন।
সোমবার (৭ জুন’২১) বেলা ১১.৩০ টায় নেত্রকোণা প্রেসক্লাব চত্বরের সামনে ইশা ছাত্র আন্দোলন নেত্রকোণা জেলা শাখা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র কেন্দ্রীয় দাওয়া বিভাগের অন্যতম সদস্য ও ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মো: সাইফুল ইসলাম সাইফ।
প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন সব কিছু খুলে যাওয়ার পরেও শিক্ষা প্রতিষ্ঠান না খুলে দিতে পারার ব্যর্থতার দায় শিক্ষামন্ত্রীর উপর বর্তায়। জাতির এই ক্রান্তিলগ্নে শিক্ষামন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর অবিবেচনাপ্রসূত ধারাবাহিক হতাশা মূলক পদক্ষেপ জাতিকে হতাশ করেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নেত্রকোণা জেলা আহমাও: নূরুল ইসলাম আহবায়ক, মো:জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক :ইসলামী যুব আন্দোলন নেত্রকোণা জেলা শাখা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোল নেত্রকোণা জেলা সহ-সভাপতি মো: আমির হামযা, সাধারণ সম্পাদক মো:মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাকির মাহমুদ সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।