স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে পরীক্ষা নেয়াসহ ৪ দফা দাবি নিয়ে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সাথে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ সেশনের কিছু শিক্ষার্থী। তবে হল খোলার পরিবেশ এখনো তৈরি হয়নি বলে জানান উপাচার্য। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন।
শিক্ষার্থীরা বলেন, ‘আমরা হল খুলে পরীক্ষা নেয়াসহ ৪ দফা দাবি নিয়ে উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের সাথে সাক্ষাৎ করলে তিনি পরীক্ষার ব্যাপারে আমাদের আশ্বস্থ করেন। কিন্তু হল খোলার বিষয়ে প্রশাসন কোন সিদ্ধান্ত নেয়নি বলে জানান। আমরা চাই, স্বাস্থ্যবিধি মেনে হল খুলে পরীক্ষাগুলো নেয়া হোক। এতে শিক্ষার্থীদের ভোগান্তী কমবে।’
এবিষয়ে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান জানান, ‘আমি চাইনা তোমাদের শিক্ষাজীবন থেকে একটি দিনও নষ্ট হোক। তাছাড়া পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন আপত্তি নেই। বিভাগগুলো চাইলে যে কোন সময় তাদের পরীক্ষা নিতে পারবে।
হল খোলার বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, হল খুলে দিলে অন্য শিক্ষার্থীরাও হলে এসে থাকতে শুরু করবে। সেটা এই পরিস্থিতিতে অনেকটা বিপদজনক। এমতাবস্থায় এখনো হল খোলার পরিবেশ তৈরী হয় নি। এজন্য আমরা হল খোলার বিষয়ে এখন পর্যন্ত কিছু ভাবি নি।