করোনাভাইরাসের কারণে প্রায় ১৫ মাস ধরে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। গত বছরের ১৭ মার্চ থেকে শুরু হওয়া এই ছুটির কারণে স্থবির হয়ে গেছে স্কুল-কলেজ-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। সর্বশেষ দফায় এ ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ছুটি আরও বাড়ানোর ঘোষণা দিতে পারেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধাবার (২৬ মে) সংবাদ সম্মেলনে এ ঘোষণা আসতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং পরীক্ষাগুলো নেওয়ার বিষয়ে শিক্ষাবোর্ড, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ও ইউজিসির কাছে তথ্য ও প্রস্তাবনা চাওয়া হয়েছিল। সে প্রস্তাব পাওয়ার পর যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার (২৫ মে) কথা বলেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ বুধবার সংবাদ সম্মেলনে জানাবেন তিনি। দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘এবার এসএসসি-এইচএসসিতে অটোপাস দেওয়া হবে না। প্রয়োজনে আরও তিন মাস পরীক্ষা পেছাবে। করোনা পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশে পরীক্ষা হয়নি। আমরা পরীক্ষা নেওয়ার পক্ষে। সেজন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
অধ্যাপক নেহাল আহমেদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি না, শিক্ষামন্ত্রী বলতে পারবেন। স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার বিষয়ে মতামত দিয়েছি। মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।