রাজধানীর শাহবাগে বাস থেকে নামা কয়েকজন মাদ্রাসার ছাত্রকে ”শাহবাগে নামলেই অ্যারেস্ট” বলে বাসে তুলে দিয়েছে শাহবাগে অবস্থানরত পুলিশ সদস্য ৷
শুক্রবার (৪ ডিসেম্বর) সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে ৷ মুক্তিযুদ্ধমঞ্চ ও ছাত্রলীগ দ্বারা আল্লামা আজিজুল হক ও সৈয়দ ফজলুল করিমের অবমাননার প্রতিবাদে ‘সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়৷ জুমার নামাজের পর শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির পূর্ব ঘোষণা ছিল৷
আজ দুপুর থেকেই শাহবাগ এলাকা ও এর আশপাশে পুলিশ সদস্যদের সক্রিয় অবস্থান ছিল৷ রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ হওয়া সত্বেও কর্মসূচি হওয়ার কথা ছিল৷ এজন্য দুপুর থেকেই শাহবাগ, কাটাবন ও বাইতুল মোকাররম এলাকায় পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷
জুমার নামাজের পরপরই কয়েকজন মাদ্রাসা ছাত্র একটি বাস থেকে শাহবাগ মোড়ে নামে৷ এসময় তাদের মাথায় ছিল টুপি পরনে বিভিন্ন রঙের পাঞ্জাবী-পায়জামা৷ এসময় সেখানে উপস্থিত পুলিশ তাড়াহুড়ো করে তাদের ফের ওই বাসে তুলে দেন৷ এবং এক পুলিশ সদস্য ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ‘শাহবাগে নামলেই অ্যারেস্ট৷’
এ সময় পুলিশ টিমের নেতৃত্বে ছিলেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ৷ তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছি৷ কোনও ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, তা নিশ্চিতের চেষ্টা করছি’।





