ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার ব্যবস্থাপনায় পালং থানার বিভিন্ন মসজিদ মহল্লায় মুসল্লীদের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেসমাস্ক এবং মাহে রমজানের উপহার হিসেবে টুপি,আতর ও মেসওয়াক (সুন্নাহ সামগ্রী) বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার (২০ই এপ্রিল’২১) জেলা সভাপতি মুহাম্মাদ আশিক মাদবর এর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
এ কর্মসূচির ব্যাপারে জেলা সভাপতি মুহাম্মাদ আশিক মাদবর বলেন, “রমজান মাস হচ্ছে বরকতময়, আত্মশুদ্ধি ও নেকী অর্জনের মাস। পবিত্র কুরআন নাযিলের এই মাসে মহান আল্লাহ তায়ালা মানুষের প্রতিটি নেক কাজের জন্য সত্তর গুন সওয়াব বাড়িয়ে দেন। রমজান মাসে মুসলিমগণের অন্তরে নেক কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয় যা পরবর্তী এগারো মাস তাকে সেই পবিত্র কাজে অবিচল রাখতে সাহায্য করে, এজন্যই রমজান মাসে আমাদের এই সুন্নত উপকরণ বিতরণ কার্যক্রম, যাতে মুসলিমগণ এই পবিত্র এবং দামী সুন্নাতগুলো আগামী এগারো মাস পালন করতে পারে।
কর্মসূচিতে অংশ নেন সংগঠনের শরীয়তপুর জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মফিজুল ইসলাম , প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ আবু নাইম, জেলা শুরা সদস্য মুহাম্মাদ তাজিম দেওয়ান প্রমুখ।