ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক ঢাবি শতবর্ষ উপলক্ষে “PS 14th Batch Cricket Tournament” এর আয়োজন করে। গত ১৬ ই নভেম্বর থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী গ্রুপ পর্ব,এলিমিনিটর রাউন্ড,সেমিফাইনাল শেষে আজ মল চত্বরে (ঢাবি ক্যাম্পাস) ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক ফাতেমা সামিনা ইয়াসমিন ও গাজী আলিফ লায়লা ম্যাম।
টিম ডমিনেটরস (অধিনায়ক হাসিবুর রহমান) ও টিম বুম ব্লাস্টার্স ( অধিনায়ক সালমান এফ রহমান) এর মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমে টিম ডমিনেটরস ব্যাটিংয়ে নেমে নির্দিষ্ট ১০ ওভার শেষে ৮৬ রানের লিড দেয়। নির্দিষ্ট টার্গেটে ব্যাট করতে নেমে টিম বুম ব্লাস্টার্স ৬৩ রানে অলআউট হয়। ফলাফল হিসেবে টিম ডমিনেটরস ২৩ রানে ম্যাচ জিতে যায়।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা টিম ডমিনেটরস এর অধিনায়ক হাসিবুর রহমান ও তার দলের অন্যান্য সদস্যের হাতে ট্রপি তুলে দেন।