লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিষ্ফোরনে ৩ জন বাংলাদেশিসহ কমপক্ষে শতাধিক নিহত ও বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন সদস্যসহ ৪ হাজারের অধিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
গতকাল বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, লেবাননের রাজধানী বৈরুতে নজিরবিহীন বিষ্ফোরনের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। ৩ জন বাংলাদেশি নিহত ও বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ সেখানে অবস্থানরত মানুষদের হতাহতের ঘটনায় আমি শোকার্ত ও বেদনার্ত বোধ করছি। বিষ্ফোরনের মতো এই অনাকাঙ্খিত দুর্যোগে লেবাননবাসী ধৈর্য্যধারণ করতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তিনি বলেন, বৈরুতে এই বিষ্ফোরন লেবাননের জনগণসহ বিশ্ববাসিকে হতভম্ব ও আতঙ্কিত করেছে। সার্বিক পরিস্থিতি নিবিঢ়ভাবে পর্যবেক্ষনের মাধ্যমে লেবানন সরকার যে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছেন, সে জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। উদ্ভূত পরিস্থিতিতে লেবাননের জনসাধারণ যে সংহতির বহি:প্রকাশ দেখিয়েছেন তা সত্যিই প্রেরণাদায়ক। লেবাননের এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ও বিএনপি তাদের পাশে থাকবে। যদি তদন্তের মাধ্যমে প্রমানিত হয় যে, এই বিষ্ফোরনের ঘটনায় কোন অশুভশক্তি দায়ি তাহলে তাকে বিচারের আওয়াতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে লেবানন সরকার সক্ষম হবে। আমি বৈরুতের বন্দর এলাকার বিষ্ফোরনে নিহতদের জন্য গভীর শোক ও দু:খ প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্যলাভের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি। আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের পরিবার ও নিকটজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।