সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে রামদা দেখিয়ে ক্রিকেটার সাবিক আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসীন তালুকদারকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থেকে তাকে আটক করে র্যাব।
র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ এলাকা থেকে মহসিন তালুকদারকে আটক করা হয়। তিনি এখন আমাদের হেফাজতে আছেন।
এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র্যাব বাহিনী।
মহসিন তালুকদার সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে মহানগর পুলিশ হত্যার হুমকিদাতাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আত্মগোপনে চলে যান মহসিন।
এর আগে রোববার দিনগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক লাইভ ভিডিওতে দা উঁচিয়ে হত্যার হুমকি দেন মহসিন।