লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর আয়োজনে স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি প্রতিযোগিতা আজ ২৮ অক্টোবর ২০২২ লক্ষ্মীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
সাহিত্য সংসদ এর সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহা- ব্যবস্থাপক বিশিষ্ট ছড়াশিল্পী জাকির হোসেন কামাল, বইপড়া আন্দোলন লক্ষ্মীপুরের সভাপতি ডেন্টাল সার্জন ডা. মো. ইউসুফ মিলন ও লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। যুগ্ম সম্পাদক কবি আনিস আহমেদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সিঃ সহ সভাপতি বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাহবুবুল বাসার প্রমুখ।
কবিতা পাঠে বিজয়ীদের মধ্যে পুরস্কার গ্রহণ করেন সাহিত্য সংসদ এর নির্বাহী সদস্য কবি আহমাদ ফাহাদ, উম্মে হাবিবা ও ফাতেমা রাত্রি। আবৃত্তিতে বিজয়ীরা হচ্ছেন রাবিয়া রায়হানা, সাহিত্য সংসদ এর নির্বাহী সদস্য সাফায়েত হোসেন ও আব্রাহাম লিংকন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন সাহিত্য সংসদ এর যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুল ইসলাম শ্রাবণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য সংসদ এর সহ সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী, স্বাশিপ জেলা সভাপতি মাহবুবুর রশীদ চৌধুরী, প্রাক্তন পরিসংখ্যান উপপরিচালক সাইফুল্লাহ,বিশিষ্ট ছড়াকার শাহরিয়ার শাহাদাত, বিশিষ্ট কবি মুস্তাফিজুর রহমান, লিযাকত আলী মাস্টার, কবি মুরশিদুল আলম হাওলাদার, কবি ডা. বাসুদেব পোদ্দার, এডভোকেট আবুল হোসেন প্রমুখ।
-
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের কাঙ্ক্ষিত একটি সুন্দর সমাজের জন্যে প্রয়োজন জ্ঞানী গুণী কবি লেখক। পরিবেশ পেলে সমাজে কিশোর গ্যাং সৃষ্টি হতোনা।ছাত্র ছাত্রী,তরুণ প্রজন্মের মাঝে সাহিত্য সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে। তাই সাহিত্য আন্দোলনের বিকল্প নেই।