দেশে শীতের প্রকোপ বৃদ্ধির সাথে সাথে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৪ নভেম্ব) বেলা সাড়ে ১১টার দিকে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা জানান।
করোনা পরিস্থিতি মোকাবেলার বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই মনিটরিং করছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যারা মাস্ক পরবে না তাদের জরিমানা করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী।
এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, নতুন করে লকডাউন আসতে পারে কি না? এ ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, ‘পুরো লকডাউন সম্ভব না, পাকিস্তান করতে পারেনি, ভারত যা করেছে তাতেও লাভ হয়নি। গতি-প্রকৃতি দেখে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত। মাস্ক ব্যবহার করতে হবে সেটাই কঠোর সিদ্ধান্ত।’