১৮ ডিসেম্বর গাবতলী ফ্রেন্ডস সার্কেল জিএফসি’র এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সারিয়াকান্দি যমুনার চরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নৌ-ভ্রমণ ও মিলনমেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডঃ মুহাম্মদ গাজী তৌহিদুল আলম চৌধুরী ছনি, সহযোগী অধ্যাপক সরকারি আযিযুল হক কলেজ, বগুড়া।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃসহিদুল আলম,অধ্যক্ষ সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃআবু হেনা মোস্তফা কামাল-নির্বাহী প্রকৌশলী বগুড়া পৌরসভা, বগুড়া, মোঃশফিকুল ইসলাম বাবু-পুলিশ পরিদর্শক পিবিআই গাইবান্ধা,মোঃ মনিরুল ইসলাম মিলন-নির্বাহী পরিচালক, ফোকাস সোসাইটি বগুড়া,ডা.আসিফ মোঃ রেজয়ান- মেডিকেল অফিসার, শাজাহানপুর, বগুড়া, ডা.সিবাত মাসনুভা নমি মেডিকেল অফিসার-শাজাহানপুর, বগুড়া।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আগামী দু-বছরের জন্য জনাব রেজাউল করিম মহব্বতকে সভাপতি ও ইঞ্জিনিয়ার হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নির্বাহী কমিটির পরিচিতি
১. সভাপতিঃ জনাব মোঃ রেজাউল করিম (মহব্বত), সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সারিয়াকান্দি, বগুড়া।
২. সহ সভাপতিঃ শফিউর রহমান অাপেল, সহকারি অধ্যাপক ডঃ এনামুল হক কলেজ, সোনাতলা, বগুড়া।
৩. সহ সভাপতিঃ শফিকুল ইসলাম মিঠু, চেয়ারম্যান ফোকাস সোসাইটি বগুড়া।
৪.সাধারন সম্পাদকঃ ইঞ্জিঃ হুমায়ুন কবির, সহকারী প্রকৌশলী শেরপুর পৌরসভা, বগুড়া।
৫. যুগ্ম সাধারন সম্পাদকঃ শরিফুর রহমান মিরাজ, শ্রম-কর্মকর্তা, বগুড়া
৬.যুগ্ম সাধারন সম্পাদকঃ নবীউল আহসান, বিশিষ্ট ব্যবসায়ী।
৭. সাংগঠনিক সম্পাদকঃ মোঃআনোয়ার হোসেন
সাব স্টেশন এটেনডেন্ট
নর্দান ইলেকট্রিসিটি কোম্পানী লিমিডেট(পিডিবির) আওতাধীন
এস এন্ড ডি ঠাকুরগাঁও।
৮. দপ্তর সম্পাদকঃ সাব্বির হোসেন সৌরভ, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়।
৯.অর্থ বিষয়ক সম্পাদকঃ মামদুদুর রহমান, সহকারী শিক্ষক জাইগুলি উচ্চ বিদ্যালয়, গাবতলী, বগুড়া।
১০. প্রচার সম্পাদকঃ রেজাউল করিম, চাকুরীজীবী ভূমি মন্ত্রণালয়।
১১.শিক্ষা ও গবেষণা সম্পাদকঃ নাহিদ আলম, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়।
১২.ছাত্র কল্যান বিষয়কঃ মোস্তফা কামাল শ্রাবণ, শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রকৌশন বিশ্ববিদ্যালয়।
১৩.তথ্য ও প্রচার সম্পাদকঃ আল আমিন, চাকুরীজীবী।
১৪.গ্রন্থ ও প্রকাশনা সম্পাদকঃ ডাঃ তুহিন বাবু, শিক্ষার্থী শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ।
১৫.স্বাস্থ্য বিষয়ক সম্পাদকঃ ডাঃ শামীম হোসেন সহকারী সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারিয়াকান্দি, বগুড়া।
১৬.ত্রান ও দূর্যোগ সম্পাদকঃ রায়হান সরকার, সমাজসেবক।
১৭. ধর্ম বিষয়ক সম্পাদকঃ রায়হানুল হক, সহকারি শিক্ষক ইতালি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৮.সমাজ কল্যাণ সম্পাদকঃ জুয়েল অাহমেদ, চাকুরীজীবী, বাংলাদেশ টেলিভিশন ঢাকা।
১৯. ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকঃ সুশান্ত কুমার ঘোষ, সাংস্কৃতিক কর্মী।
২০. মহিলা বিষয়ক সম্পাদকঃ শাপলা খাতুন,এসটিমেটর,জনস্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা।
২১. কার্যকারী সদস্য
১. ইউনুস আলী, বাংলাদেশ সংসদ সচিবালয়, ঢাকা। ২. নুরুল ইসলাম মুক্তার, চাকুরীজীবী ৩. আজিজুর রহমান সোহেল, চাকুরীজীবী ৪. রফিকুল ইসলাম রফিক, চাকুরীজীবী ৫. আবদুর রহিম, সহকারি শিক্ষক ডঙর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬. রাজু আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ৭. সাহাবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী, শেরপুর, বগুড়া ৮. জীবন কুমার রায়, চাকুরীজীবী ৯. মোনসের অালী, আইটি ইঞ্জিনিয়ার। ১০. মিনতাজুল ইসলাম পরিচালক স্ট্যান্ডার্ড স্কুল, বগুড়া।১১. এস এম মিজান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক।
প্রসঙ্গত ‘মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য’
এমন একটি প্রতিপাদ্য বুকে ধারণ করে গঠন করা হয়েছে জিএফসি অর্থাৎ গাবতলী ফ্রেন্ডস সার্কেল। প্রবাহমান জীবনধারায় যুগে যুগে পৃথিবীতে আলোকিত মানুষ এসে অন্ধকারকে বিদূরিত করে আলো ছড়িয়েছেন। মানুষের সেবাই আজীবন নিজেকে মেলে ধরেছেন।মানুষের দুঃখে কষ্ট পেয়েছেন,মানুষের সুখে ঠোঁটে হাসির রেখা ফুঁটেছে। তেমনি এমন কিছু স্বপ্নচারী যুবক ২০১১ সালের ১৬ ই ডিসেম্বর গড়ে তোলেন সংগঠনটি।
প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি নিরলসভাবে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে সংগঠনটি। বর্তমান সামাজিক অবক্ষয় দূর করে শান্তি সমাজ গঠনের লক্ষ্যে আলোকিত মানুষ বড়ই প্রয়োজন।
এজন্য শিক্ষা সর্বদাই মূল ফোকাস ছিল সংগঠনটির। তাইতো প্রতিবছর কৃতি শিক্ষার্থীদের দিয়েছে সংবর্ধনা, দরিদ্র মেধাবীদের করেছে বৃত্তি প্রদান। এছাড়াও শীতবস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, মহামারী করোনায় দ্ররিদ্র অভাবিদের মাঝে ত্রণ বিতরণ ও অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে গাবতলী ফ্রেন্ডস সার্কেল।
দিনে দিনে এই সমাজ সেবামূলক কাজের পরিধি বেড়েছে। এর মাঝে সংগঠনে যোগ দিয়েছেন উপজেলার অসংখ্য গুণীজন ও বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী। গড়ে উঠেছে সকলের প্রাণের সংগঠন হিসেবে।