ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টর দুর্নীতির বেড়াজালে আবদ্ধ । রাষ্টীয় অপচয় ও দুর্নীতি রোধে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, আজকে পুরো কক্সবাজার জেলায় পুলিশ বাহিনীর রদবদল করা হয়েছে, এরপরও অপরাধ কমছেনা। তাই প্রশাসনিক পরিবর্তন দিয়ে নয় বরং আল্লাহর ভয়ে নত হওয়া ব্যক্তিদের মাধ্যমেই ইয়াবা সহ সকল মাদক নির্মূল করা সম্ভব।
আজ শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার ব্যবস্থাপনায় জেলা কার্যালয়ে উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শোয়াইবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকী বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রতিটি ইউনিয়নে ইসলামী আন্দোলন প্রার্থী দিবে। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে “নির্বাচনী চ্যালেঞ্জ” মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করুন ।
অন্যানদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলী, জেলা আমেলার জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদুল আলম, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের জেলা সভাপতি মাওলানা ওমর ফারুক । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আমেলার সহ সভাপতি মাওলানা আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শফিউল আলম, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক মাওলানা ফজলুল করীম, অর্থ সম্পাদক মাওলানা ইসমাঈল জাফর, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম , ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ হোসাইন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রউফ লাভলু, সমাজ কল্যাণ সম্পাদক কনট্রাক্টর আলহাজ্ব হাবীবুর রহমান, জেলা সদস্য মুহাম্মদ ত্বকী উদ্দিন সহ প্রত্যেক উপজেলা শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৃন্দ।