আব্দুল হান্নান মানসুর:
১ মে ২০২১ ইং রোজ শনিবার খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়ন ১ নং বাগানবাজার ইউনিয়ন সদরে অবস্থিত জনাব মরহুম শাহাদাত হোসেন চৌধুরীর দাপন সম্পন্ন করেন “শেষ বিদায়ের বন্ধু” সংগঠন রামগড় শাখা।
মরহুম শাহাদাত হোসেন চৌধুরী (৭০) গতকাল (১লা মে’২১) সকাল ১০ঘটিকায় ঢাকা একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করলে বিকেল ৪ ঘটিকার বাগান বাজারের তার নিজ বাড়িতে লাশ আনা হয়। এলাকার/সামাজিক কোন ব্যক্তি বা ইমাম, মুয়াজ্জিন জানাজা পড়তে বা পড়াতে আসেনি, এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ নাগরিক বলেন “মসজিদ কমিটির পক্ষ থেকে হুজুরদেরকে জানাজায় যেতে বারন করা হয়, পরে মরহুমের পরিবার ‘শেষ বিদায়ের বন্ধু’ সংগঠনকে এ খবর পাঠালে তারা রাত ১০ ঘটিকায় মরহুমের বাড়িতে গিয়ে তার জানাজা সম্পন্ন করে লাশ দাপন করেন।”
সংগঠনটির টিম প্রধান মোঃ শহিদ উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে মাওলানা রহমত উল্লাহ চৌধুরীর ইমামতিতে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফেজ আশরাফ আলী রামগড়ী, মাওঃ জাহাঙ্গীর আলম, মাওলানা কাজী মুহিব্বুল্লাহ, মাওলানা আব্দুল হান্নান মানছুর, মাষ্টার কামরুল ইসলাম, নুরুল ইসলাম ভূইয়া পারভেজ এবং মাওঃ নুরুল ইসলাম।
শেষ বিদায়ের বন্ধু (FUF) এর পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।