সুমন উদ্দিন , কমলনগর(লক্ষ্মীপুর)
লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বয়ার চর হলো নদী বেষ্টীত এলাকা।বেশীর ভাগই মানুষই হতদরিদ্র কৃষক।
গতকাল শুক্রবার রাতে রামগতি উপজেলার ০৯ নং চরগাজী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড বয়ারচর এলাকায় গুরু চুরি হয় ২ কৃষকের।ভুক্তভুগী হতদরিদ্র কৃষকরা হলেন মোঃ মালেক মাঝি ও মোঃ কামাল হোসেন।
তারা সাক্ষাৎকার দিতে গিয়ে কান্না জড়িত কন্ঠে বলেন,গতকাল রাতে আমরা গরু গোয়ালে বেঁধে ঘুমিয়েছি। রাতে আমাদের দুজনের ০৪ টি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্র।আমরা কৃষক মানুষ, কৃষিকাজের পাশাপাশি গরুগুলোই ছিলো আমাদের আয়ের উৎস।আজ আমরা নিঃস্ব।
এলাকা বাসির দাবি,এই রকম ঘটনা প্রতি বছর ঘটে । গত বছর এই সময়ে প্রায় অনেক কৃষকদের গরু চুরি করে নিয়ে যায় চোর চক্র।
বিষয়টি স্থানীয় রামগতি উপজেলার ৯নং চরগাজী ইউনিয়নের চেয়ারম্যান কে জানানো হয়েছে বলে তারা জানান। এবং প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে তারা আকুল আবেদন জানান যেনো এই চোর চক্র কে অতি তাড়াতাড়ি জব্দ করা হয়।