রাজধানীর কামরাঙ্গীচরের ঝাউচর সেভেনের মাঠ এলাকায় দু’দল কিশোরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লাঠির আঘাতে অপু নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত আরও ৫ জন।
গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে।
নিহতের বন্ধু শাহাদাত বলেন, ‘সন্ধ্যার দিকে খবর পাই সেভেনের মাঠ এলাকার ইব্রাহিম, সান্জুসহ প্রায় ২০-২৫ জন লাঠিসোটা নিয়ে অপুর ওপর হামলা করেছে। তাকে বাঁচাতে গিয়ে আমরা কয়েকজন আহত হই। উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান অপু মারা গেছে।’
গুরুতর আহত অবস্থায় অপুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে সিকদার মেডিকেলে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।





