ইসলামী যুব আন্দোলন-এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচী ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ নেছার উদ্দিন।
আজ ২৮-০৭-২১ বুধবার বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)
এতে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই), ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ মুহাম্মদ নুরুল করীম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, কেন্দ্রীয় যুবকল্যান ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ইউনুছ তালুকদার, বরিশাল মহানগর সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, যুবনেতা মুহাম্মাদ ইলিয়াছ হাসান প্রেজেন্ট নিউজকে বলেন, বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন পরবর্তী ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কর্ম পরিষদের ব্যবস্থাপনায় পীর সাহেব চরমোনাই’র পক্ষ থেকে চরমোনাই ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড শাখাকে কয়েক শত ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষ রোপনের বিকল্প নেই। সেই ধারাবাহিকতায় ইসলামী যুব আন্দোলনের নেতা কর্মীরা কেন্দ্র ঘোষিত কর্মসূচির হিসেবে সারা দেশে ১ লক্ষ বৃক্ষ রোপনের জন্য মাঠে নেমেছে।