ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলা বন্ধে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইহুদিবাদী ইসরাইল।
গত সোমবার থেকে গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন শুরু করে ইসরাইল। এরপর রাশিয়ার পক্ষ থেকে প্রথম কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হল।
এ বিষয়ে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, যুদ্ধবিরতি শুধু গাজা উপত্যকায় পালন করলে চলবে না বরং এর মধ্যে পবিত্র জেরুজালেম আল-কুদস শহরকেও অন্তর্ভুক্ত করতে হবে। সেখানে ইসরাইলের ঘৃণ্য হামলা বন্ধ করতে হবে।
অপরদিকে নির্বাসনে থাকা হামাসের অন্যতম নেতা সালেহ আরুরি বলেছেন, মিসর, কাতার ও জাতিসংঘ যুদ্ধবিরতির জোরদার প্রচেষ্টা চালাচ্ছে।