যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শেষ দিন আজ ২০ জানুয়ারি।প্রেসিডেন্ট ট্রাম্পের শেষ দিনে আনুষ্ঠানিক সূচি জানিয়েছেন হোয়াইট হাউস। আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, ট্রাম্প স্থানীয় সময় ২০ জানুয়ারি সকালে হোয়াইট হাউস ত্যাগ করবেন।
সূচিতে লেখা রয়েছে,‘ফ্লোরিডার পাম বিচে যাওয়ার উদ্দেশ্য প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি সকাল আটটায় হোয়াইট হাউস ত্যাগ করবেন।’হোয়াইট হাউস থেকে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া যাবেন মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে। তারা এয়ারফোর্স ওয়ানে করে সেখানে যাবেন। তারা শেষবারের মতো এয়ারফোর্স ওয়ানে চড়বেন আজ।
জয়েন্ট বেস অ্যান্ড্রুজের আনুষ্ঠানিকতার বিবরণ সূচিতে উল্লেখ নেই। তবে সেখানে ট্রাম্পের বিদায়ী আনুষ্ঠানিকতা হবে বলে একটি সূত্র জানিয়েছে। নাম প্রকাশ না করে কর্মকর্তারা জানিয়েছেন, জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্পকে সামরিক অভিবাদন জানানোর পরিকল্পনা রয়েছে। জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সামরিক অভিবাদন নিয়ে ট্রাম্প ও মেলানিয়া চলে যাবেন ফ্লোরিডার মার এ লাগোতে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আজ শপথ নেবেন। তার অভিষেক অনুষ্ঠানে থাকবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন ট্রাম্প। ক্ষমতা ছাড়ার পর ট্রাম্প আপাতত তার ঘনিষ্ঠ কিছু সহযোগীকে নিয়ে ফ্লোরিডাতেই থাকবেন। ভবিষ্যতে তিনি কী করবেন, সে সম্পর্কিত তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।
সূত্রঃ সিএনএন