বরিশাল টাউন হলের সম্মূখে বাংলাদেশে অবস্থানরত ফিলিস্তিন ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ফিলিস্তিনের স্বপক্ষে ও যায়নবাদী দখলদার ইসরাইলিদের সাথে আরব রাষ্ট্রসমুহের সম্পর্ক স্থাপনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির বাংলাদেশ শাখার ভাইস প্রেসিডেন্ট ডা. ইদরীস ফাওয়াজ আবু জিয়াদা‘র সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে প্রেসিডেন্ট ডা. হাতেম রাবা বলেন, আমরা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা সেসব রাষ্ট্রের প্রতি লজ্জা ও ঘৃণা জানাতে এখানে দাঁড়িয়েছি যারা মুসলিম হয়েও ইহুদীবাদী ইসরায়েলের পক্ষাবলম্বন করে ফিলিস্তিনকে আঘাত করেছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী ফিলিস্তিনি শিক্ষার্থীরা বলেন, আজ আমরা চরম বিশ্বাসঘাতকতা বোধ করি যখন দেখি কিছু ইসলামী দেশ জায়োনিস্ট ইসরায়েলি দখলদারীর সাথে সম্পর্ক স্থাপন করেছে। আমরা কেবল ফিলিস্তিনিদের জন্য নয়, বিশ্বজুড়ে সমস্ত মুসলমানের প্রথম কিবলা ছিল আল-আকসা রক্ষার জন্য লড়াই করছি। যা বিশ্ব মুসলমানদের তৃতীয় বৃহত্তম একটি মসজিদ। মুসলিম দেশসমূহের উচিত একত্রে ফিলিস্তিনকে রক্ষা করা। কারণ ফিলিস্তিনিরা পুরো মুসলিম উম্মাহর পক্ষে লড়াই ও সংগ্রাম করছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সেক্রেটারি এস এম জাকির হোসেন, যুবনেতা এইচ এম ছানাউল্লাহ, ছাত্রনেতা মুহাঃ সানাউল্লাহ প্রমূখ।