যশোরের অভয়নগরে পাওনা ২০-২৫ টাকা না দেওয়ায় ভ্যান চালক শুকুর আলীকে (৫৫) রেঞ্জ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের দপ্তরী পাড়ায় টিটু ফকিরের গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত শুকুর আলী ধোপাদি গ্রামের দপ্তরী পাড়ার মৃত সোনা মিয়ার ছেলে।
নিহতের ভাই মকবুল হোসেন জানান,
শনিবার সন্ধ্যার দিকে ধোপাদি গ্রামের দপ্তরী পাড়ার টিটু ফকিরের গ্যারেজে সামনে গেলে শুকুর আলীর কাছে পাওনা ২০/ ২৫ টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইদু ফকিরের ছেলে টিটু ফকির আমার ছোট ভাই শুকুরকে রেঞ্চ (লোহার যন্ত্রপাতি) দিয়ে মাথায় আঘাত করে। এতে সে ঘটনা স্থলেই মারা যায়।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন,
সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারিকে গ্রেফতারের অভিযান শুরু হয়েছে।