ইসমাইল, বাগেরহাট:
দেশের ২য় সমুদ্র বন্দর মোংলায় অবস্থানরত এম ভি সিনা-০৫ নামক একটি বিদেশি জাহাজকে ৫শ ইউএস ডলার জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ। চুরির ভুল তথ্য প্রকাশ এবং বন্দরের সুনাম ক্ষুণ্ন করায় বন্দর কর্তৃপক্ষ এ জরিমানা করেন।
এছাড়া জাহাজটির ক্যাপ্টেন এবং চিফ অফিসার তাদের কর্মকাণ্ডের জন্য ভুল স্বীকার করে বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন।
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ জুলাই রাত ২টার দিকে এম ভি সিনা-০৫ নামক বিদেশি জাহাজ থেকে ৪টি মুরিং রোপ চুরি যায় বলে বন্দর কর্তৃপক্ষ তাদের মেইলে অভিযোগ করে। জাহাজটি বিভিন্ন গণমাধ্যমের কাছেও একই তথ্য প্রচার করে।
যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। পরবর্তীকালে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বন্দর কর্তৃপক্ষ স্থানীয় এজেন্ট “সি এশিয়া শিপিং এজেন্ট” এবং জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা ও চুরির বিষয়টি পর্যালোচনা করে।
পর্যালোচনায় দেখা যায় জাহাজ কর্তৃপক্ষ তাদের নিরাপত্তার জন্য ডেক ওয়াচম্যান নিশ্চিত করতে পারেননি। ঘটনার সময় ডেক ওয়াচম্যান কোনো রিলিভার ছাড়াই ডিউটি পোস্ট ত্যাগ করে ওয়াশরুমে যায়। বিষয়টি অনুধাবন করে জাহাজের ক্যাপ্টেন ও চিফ অফিসার তাদের নিজস্ব নিরাপত্তার বিষয়ে গাফিলতির বিষয়টি স্বীকার করেন এবং দুঃখ প্রকাশ করে বন্দর কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠান। রোপ চুরির স্বপক্ষে কোনো প্রমাণ উপাস্থাপন করতে না পারা এবং চুরির ভুল তথ্য উপস্থাপন করায় জাহাজটির স্থানীয় এজেন্টদের কাছ থেকে ৫শ মার্কিন ডলার জরিমানা আদায় করা হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও মোংলা বন্দরের বিষয়ে নেতিবাচক প্রচার বন্দর কর্তৃপক্ষ কখনোই মেনে নেয় না। বিদেশি ওই জাহাজটি যে কাজ করেছে তা জঘন্যতম অপরাধ। তাই তাদের সতর্ক ও জরিমানা করা হয়েছে। বন্দরের সুনাম ক্ষুণ্ন করে এমন কোনো কাজ কাউকে করতে দেওয়া হবে না।