মোঃ তারেক মাহমুদ, লক্ষ্মীপুর সদরঃ
৪র্থ ধাপের নির্বাচনে ১৬ নং শাকচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জনগনের মনোনীত টিউবওয়েল মার্কা নিয়ে মেম্বার প্রার্থী হয়েছেন মো:মনির হোসেন মিষ্টার।
আজকে নির্বাচনে ৯নং ওয়ার্ডের জনগন সতস্পূর্ত ভাবে ভালোবেসে টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে মেম্বার প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী করেন মনির হোসেন মিষ্টার কে।
বিজয় হওয়ার পর বিশেষ এক সাক্ষাৎকারে মোঃ মনির হোসেন মিষ্টার বলেন, জনগন আমাকে ভালোবেসে জয়ী করেছে।আমি আমার জনগনের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীকাল থেকেই আমি জনগনের সাথে আগেও ছিলাম, থাকবো ইনশাআল্লাহ।জনগন আমাকে যেভাবে ভালোবেসেছে, আমিও তাদেরকে ভালোবেসে আগলে রাখবো।সবার নিকট আমি দোয়া ও সহযোগী কামনা করি, যেনো আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে পারি।