ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের দাওয়াতে একত্রিত হয়েছেন দেশের সিনিয়র সব রাজনীতিবিদরা।
আজ শনিবার (৬মে) রাজধানীর পুলিশ অফিসার্স ক্লাবে মুফতি ফয়জুল করীমের মেয়ের বিয়ে দাওয়াতে এসব নেতারা একত্রিত হন।
জানা যায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ও মুক্তিযুদ্ধের সংগঠক আ. স. ম আব্দুর রব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, কল্যাণ পার্টির চেয়ারম্যান ইব্রাহিম বীর প্রতীক।
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, বিএনপির সিনিয়র নেতা বরকত উল্লাহ বুলু, মোয়াজ্জেম হোসেন আলাল, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজসহ দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা।