বক্তা মুফতি আমির হামজাকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামে এমন ঘটনা ঘটে।
আমির হামজার স্ত্রী তামান্না সুলতানা সংবাদমাধ্যমের কাছে এ অভিযোগ করেন। তিনি বলেন, সাদাপোশাকে ছয়–সাতজন মানুষ এসে হাতকড়া পরিয়ে আমির হামজাকে তুলে নিয়ে যায়। এ সময় তাদের একজনের কাছে রাইফেল ছিল।
কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘সাংবাদিকরা একই খোঁজ নিচ্ছেন। কিন্তু এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। পরিবার থেকে অভিযোগ জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আমির হামজার স্ত্রী বলেন, ‘গতকাল রবিবার আমরা পরিবারসহ গ্রামের বাড়ি ডাবিরাভিটা যাই। আজ সোমবার দুপুরে খাবার খেয়ে বাড়িতে শুয়ে ছিলেন আমির হামজা। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ একটি কালো মাইক্রোবাস আসে। ছয়–সাতজন নেমে ঘরের ভেতরে যায়। হুজুরকে তাদের সঙ্গে যেতে বলে। তিনি বের হলে তাঁর হাতে একজন হাতকড়া পরিয়ে ফেলে। প্রত্যেকে পাঞ্জাবি ও পাজামা পরা ছিল। তাদের মধ্যে একজনের হাতে রাইফেল ছিল।’