করোনার প্রথম প্রকোপ থেকে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে দেশব্যাপী জেলা মহানগর ও উপজেলা- ইউনিয়নে স্বেচ্ছাসেবক টিম গঠন করে সকল ধর্মের করোনায় মৃত লোকদের কাফন দাফন জানাজা ও সৎকার করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মা এখনো অব্যাহত রেখেছে। এ জনবান্ধব উদ্যোগের জন্য সর্ব মহলে প্রশংসিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
আজ ০৬-০৭-২১ মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ মীরসরাই উপজেলার করোনা কাফন দাফন টিম মিঠাছড়ার মুছি পোলের পশ্চিম পাশে(পূর্ব দুর্গাপুর )রহিম বক্স ভূইয়া বাড়ীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী জনাব মেজবাউল আলম এর গোসল, কাফন-দাফন ও জানাজা সম্পন্ন করেন।
মেজবাউল আলম করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত রাতে সিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইসলামী আন্দোলন মিরসরাই’র সেচ্ছাসেবক টিম খবর পেয়ে দ্রুত মৃত ব্যক্তির বাড়ি ছুটে যায়। গোসল, লাশ বহন,জানাজা ও দাফন সম্পন্ন করে সুন্দর ভাবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার সংগ্রামী সেক্রেটারী মাও. জসীম উদ্দীন এর তত্বাবধানে থানা সভাপতি জনাব কাউছার আলমের সমন্বয়ে সেচ্ছাসেবীরা কাজ সম্পন্ন করেন৷
সার্বিক সহযোগিতায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার সাংগঠনিক সম্পাদক মির্জা মু. মঈনুদ্দিন আরিফ,দপ্তর সম্পাদক আব্দুল হালীম জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি মহি উদ্দীন নিজামী, মিঠাছরা সাজেদিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ওমর ফারুক নিজামী,ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাও. আরিফুল ইসলাম ৮নং দুর্গাপুর দায়িত্বশীল সাখাওয়াত হোসেন মো. রিয়াজ উদ্দীন,ইমাম উদ্দিন,মাও. ওমর ফারুক প্রমুখ