নো মাস্ক, নো সার্ভিস’ কার্যকর করতে বরিশালে দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক ছাড়া বাইরে আসায় ৩২ জন পথচারী ও ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা ও রোমানা আফরোজের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।