নির্বাচনি প্রচারের সময় থেকেই ডাক ভোটের বিরোধিতা করে আসছেন ট্রাম্প। কোনও প্রমাণ ছাড়াই তিনি দাবি করেছেন, এতে জালিয়াতি হবে। যা মার্কিন ইতিহাসে বিরল। কিন্তু ট্রাম্প অটল। তিনি বলে চলেছেন, আমাদের জাতির জন্য এটি বড় ধরনের জালিয়াতি। আমরা চাই আইন সঠিকভাবে কাজে লাগানো হোক। তাই আমরা সুপ্রিম কোর্টে যাব। আমরা চাই সব ভোট বন্ধ হোক।
আইন বিশেষজ্ঞরা বলছেন, ভোটের দিনের আগে গৃহীত ভোট গণনা বন্ধের নির্দেশ দিয়ে ট্রাম্পকে খুশি করার মতো কোনও সিদ্ধান্ত হয়ত আদালত নেবে না। কিংবা মিশিগান ও পেনসিলভানিয়ার মতো হাড্ডাহাড্ডি লড়াইয়ের অঙ্গরাজ্যগুলোতে আদালতে অভিযোগ জানানোর পর সেগুলোর ফল বদলে যাওয়া নিয়ে সংশয়ী তারা।
ট্রাম্পের প্রচার শিবির ও রিপাবলিকানরা আরও কয়েকটি অঙ্গরাজ্যে একাধিক অভিযোগ দায়ের করেছেন আদালতে। এগুলোর মধ্যে রয়েছে মিশিগানের ভোট গণনা বন্ধ করার আবেদন
আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প শিবিরের পক্ষ থেকে হয়ত কোনও নির্দিষ্ট ব্যালট বা ভোট এবং গণনা প্রক্রিয়া নিয়ে অভিযোগ করা হয়ে থাকতে পারে। এমনটি হলে চূড়ান্ত ফলাফলে এসব অভিযোগের প্রভাব নিয়ে তাদের সংশয় রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ফলাফলে দেশটির সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছেন। যদিও নির্বাচনের ভোট এখনও গণনা চলছে এবং চূড়ান্ত বিজয়ী কে হয়েছেন তা বলা যাচ্ছে না। কিন্তু আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প চাইলেও এবারের নির্বাচনে আদালত হয়ত চূড়ান্ত বিরোধ নিষ্পত্তিকারী হতে পারবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে একথা জানা গেছে।