মামুনুল হক ও বাবু নগরীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের- জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
তিনি বলেন,
দুধ কলা দিয়ে গোখরো সাপ পুষতে নাই। যে পুষবে গোখরো সাপ দিন শেষে তাকেই ছোবল মারবে। তাই রাখঢাক না করে মামুনুল হক ও বাবু নগরীদের দ্রুত গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করতে হবে।
রবিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্যের সুযোগ নিয়ে ইনু এই দাবি জানান।
তিনি বলেন, মামুনুল হক বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে প্রকাশ্যে হুংকার দিয়ে বক্তব্যে দিয়েছেন, বাবুনগরী চট্টগ্রামে প্রকাশ্যে হুমকি দিয়ে বক্তব্যে দিয়েছেন। তাদের ধরার জন্য দূরবীণ দিয়ে খোঁজা লাগবে না। ডিজিটাল সমাজে প্রত্যেক ঘরে ঘরে তাদের ভাষণ আছে। সুতরাং মামুনুল হক এবং বাবুনগরীকে কেন প্রধান উসকানিদাতা হিসেবে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গ্রেফতার করা হচ্ছে না, সেটাই বড় প্রশ্ন।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,
আপনি রাগ-ঢাক না করে মামুনুল হক ও বাবু নগরীদের গ্রেফতার করেন, কারাগারে নিক্ষেপ করেন। জঙ্গিদের যেমন সফলভাবে দমন করেছেন, সেভাবে এখানেও সফল হবেন। আপনার সক্ষমতা ও যোগ্যতা আছে, আপনি দমন করেন। রাষ্ট্রকে নিরাপদ করেন।
হেফাজতের তাণ্ডবকালে পুলিশের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে জাসদ সভাপতি বলেন, দুঃখের সঙ্গে বলছি ওই তাণ্ডবের মধ্যে পুলিশ প্রশাসনের অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। এই দুর্বলতা কেন? কিসের সমস্যা? পুলিশের গাড়িতে আগুন, আসামি ছিনতাই। পুলিশ কি তার নৈতিক বল হারিয়ে ফেলেছে? পুলিশের কি জনবল কম হয়ে গিয়েছে? আমি তো দেখেছি, পুলিশকে চমৎকারভাবে শাপলা চত্বর মোকাবেলা করেছে। সুতরাং পুলিশ কেন অসহায়, এটা সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করছি।