রাম-বামসহ যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও বিভিন্ন কটূক্তিমূলক কথা বলেছেন তারা মুখ সামলে কথা বলুন।শুক্রবার (২৯ জানুয়ারি) বাদ জুমা ফটিকছড়ি উপজেলার জামিয়া ইসলামীয়া বাবুনগর মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আল্লামা বাবুনগরী বলেন, আল্লাহর সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ আলেম সম্প্রদায়। ওলামায়ে কেরাম নবী-রাসুলের উত্তরসূরি হিসেবে দীপ্তকণ্ঠে জাতির সামনে হক কথা বলবেন। হক ও ন্যায়ের কথা বলতে ওলামায়ে কেরাম কারও রক্তচক্ষুকে ভয় করে না।
কওমি মাদরাসাগুলো মুসলিম উম্মাহর ঈমান আকিদা সংরক্ষণের মজবুত দুর্গ উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কওমি মাদরাসা দেশ ও জাতির বিশাল খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। মুসলিম উম্মাহর ঈমান-আক্বিদা রক্ষা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংরক্ষণে কওমী মাদরাসা ও ওলামায়ে হক্কানির অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে ও থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এ মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।