ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৯নং ওয়ার্ড কাউন্সিলর আজ (১৪ মে’২১) ডেমরার রাজাখালীতে সংগঠনটির কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন।
এ সময় ৬৭,৬৮,৬৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মাহফুজা হিমেলসহ বিশিষ্ট সমাজ সেবক মাহতাব উদ্দিন, আপেল মাহমুদ, আখতারুজ্জামান, ফারুক আহমেদ ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের অন্যতম উদ্যোক্তাদের একজন মামুনুর রহমান বলেন, “আমি আমার ৪০ বছর জীবনে ৫৯ বার রক্ত দিয়েছি। মানবতার টানে অসুস্থ্য ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। প্রতিটি মানুষের উচিত অসুস্থ্য ও অসহায় মানুষের পাশে দাঁড়ান।”
তিনি আরো বলেন, ‘আমরা গত দুই বছর আগে একটি ফেইসবুক গ্রুপ চালু করি এবং এ পর্যন্ত ৭৫০ জন রোগীকে রক্ত দিয়ে সহায়তা করেছি।
“আমরা ডেমরা থানার রাজাখালীর ১০-১২ জন ব্যক্তি মিলে এ উদ্যোগ নিই। আজ আমরা আনুষ্ঠানিকভাবে অফিস নিলাম। মানুষের সেবা করতে চাই, সব সময় মানুষের পাশে থাকতে চাই,” তিনি বলেন।
কাউন্সিলর সালাউদ্দিন বলেন, এমন উদ্যোগতে আমি স্বাগত জানাই। আমি এমন ভালো কাজের সাথে সবসময় আছি।
তিনি আরো বলেন, “এধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। মানুৃষ এখন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। রক্তের প্রয়োজন হয় কিন্তু হঠ্যাৎ করে রক্ত পাওয়াটা কঠিন। তাই এটা একটি কার্যকরি উদ্যোগ বলে মনে করি। যারা এমন উদ্যোগ নিয়েছে সবাইকে ধন্যবাদ”।