নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কারাবন্দি হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরী।
শুক্রবার দুপুরে সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আল্লামা বাবুনগরী এ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
ওই শোকবার্তায় আল্লামা বাবুনগরী অসুস্থ হওয়ার পরও সঠিক সময়ে হেফাজত নেতা মাওলানা ইকবালকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হয়নি বলে দাবি করেন। এছাড়া মাওলানা ইকবালকে যথাযথ চিকিৎসাসেবা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখতে কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহবান তিনি জানান।
আল্লামা বাবুনগরী বলেন, গ্রেফতার হওয়ার পর মাওলানা ইকবালকে রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডে অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়েছে। কারাবন্দি অবস্থায় অসুস্থ হলে কয়েদিকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার বিধান রয়েছে।