রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বাবুল মিয়া। এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া না গেলেও পুড়ে গেছে দোকানসহ অর্ধশতাধিক স্থাপনা। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফরহাদ গণমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ করছে ১২টি ইউনিট। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি এলাকাবাসীও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।
ঘটনা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, ফায়ারকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে।