রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৩১ জানুয়ারি) বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
এরপর নিহত ছাত্রীর বন্ধু রায়হান, কোকো ও তাফসীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। চিকিৎসক ও পুলিশের প্রাথমিক ধারণা, বিষাক্ত মদপানে ওই ছাত্রীর মৃত্যু হতে পারে।
পুলিশ জানিয়েছে, ওই ছাত্রী ও তার বন্ধুরা উত্তরায় একটি পার্টিতে গিয়ে মদ খান। পার্টিতে অংশ নেওয়া আরাফাত নামের আরও এক তরুণ শনিবার (৩০ জানুয়ারি) মারা গেছেন। তিনিও বিষাক্ত মদ খেয়ে মারা যান বলে ধারণা পুলিশের। তার মৃত্যুর বিষয়টি জানাজানি হয় রবিবার (৩১ জানুয়ারি) রাতে। এরপর সেটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যায়, ওই তরুণী ও তার সব বন্ধু রাজধানীর ইউল্যাবের শিক্ষার্থী। গত শুক্রবার (২৯ জানুয়ারি) উত্তরার একটি রেস্তোরাঁয় ওই তরুণী ও তার তিন বন্ধু পার্টিতে যান। সেখানে মদপান করেন তারা। পরে তরুণী কিছুটা অসুস্থ হয়ে পড়লে তাকে মোহাম্মদপুর থানা এলাকায় মোহাম্মদিয়া হোমসে তাফসীরের বাসায় নিয়ে যান অন্য বন্ধুরা। সেখানেই মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান তার এক বন্ধু। পরে ওই শিক্ষার্থী আরও অসুস্থ বোধ করলে শনিবার তাকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মারা যান তরুণী।