সরকারী ব্যবস্থাপনায় জেলা ও উপজেলায় ৫৬০ টি মডেল মসজিদ নির্মানের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে ৫০ টি মসজিদের কাজ শেষ হওয়ায় আজ ১০ ই জুন আনুষ্ঠানিক ভাবে ৫০ টি মসজিদ উদ্বোধন হচ্ছে। দৃষ্টিনন্দন এ মডেল মসজিদগুলো চোখ জুড়ানো হলেও সোশ্যাল মিডিয়ায় চলছে শঙ্কা আশঙ্কার নানা আলোচনা। কেউ কেউ বলছেন সরকারী এ মডেল মসজিদগুলোর মাধ্যমে রাজনৈতিক স্বার্থ হাসিল ও আলেম সমাজের একটি বড় অংশকে নিজের কব্জায় রাখার চেষ্টা করা হতে পারে।
এদিকে উদ্বোধনের দিনেই মসজিদের ভিতরে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার নিয়ে চলছে তুমুল বিতর্ক। সারাদিনে ভাইরাল হওয়া এ ছবিগুলো সমালোচনার ঝড় তুলেছে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।