ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ২৭ শে অক্টোবর মঙ্গলবার ঢাকাস্থ ফরাসি দূতাবাস ঘেরাও করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের কেন্দ্রীয় মিডিয়া উইং গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষ্যে মঙ্গলবার সকাল দশটায় বায়তুল মোকাররম উত্তর গেটে দলের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
এমন কর্মসূচি ঘোষণা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণ ইসলামী আন্দোলনকে ধন্যবাদ জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
ধারণা করা হচ্ছে মঙ্গলবার ইসলামী আন্দোলনের এই ঘেরাও কর্মসূচিতে দল-মত নির্বিশেষে ধর্মপ্রাণ সাধারণ মুসলমানদের অংশগ্রহণে একটি গণজোয়ার সৃষ্টি হতে যাচ্ছে।