ক্রিকেটার, মুসলিম তারকা অলরাউন্ডার মঈন আলীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিপাকে পড়েছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে স্থায়ীভাবে বসবাস করা তসলিমা নাসরিন টুইটারে লেখেন- মঈন আলী ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকলে সিরিয়ায় গিয়ে আইএসে (জঙ্গি সংগঠন) যোগ দিতেন।ইংল্যান্ডের মুসলিম তারকা অলরাউন্ডারকে নিয়ে এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তসলিমা নাসরিনকে নিয়ে তুমুল সমালোচনার ঝড় বয়ে যায়। বর্তমান থেকে সাবেক বিভিন্ন পর্যায়ের সেলিব্রিটিরা তাসলিমাকে রীতিমতো ধোলাই করেন। তসলিমার এই কুৎসিত মন্তব্যের পর ইংলিশ তারকা পেসার জোফরা আর্চার তসলিমাকে রিটুইটে লেখেন- আপনি ঠিক আছেন তো? আমার মনে হয় আপনি ঠিক নেই’! শুধু জোফরা আর্চারই নন; এমন আপত্তিকর মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ার অনেকেই তসলিমার কঠোর সমালোচনা করেছেন। একজন লিখেছেন- তসলিমা নাসরিনের নামটি যদি মুসলিম না হতো, তবে তিনি নিশ্চিতভাবে আরএসএসে (ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন) যোগ দিতেন। ইংল্যান্ড জাতীয় দলের মুসলিম তারকা অলরাউন্ডার মঈন আলীর অনুরোধে জার্সি থেকে মদের বিজ্ঞাপন ফেলে দিল আইপিএলের দুই আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (সিএসকে)।একজন মুসলিম হিসেবে ইসলামে নিষিদ্ধ মদপান থেকে দূরে থাকার পাশাপাশি মঈন আলী মদের বিজ্ঞাপনও প্রমোট করেন না। তার অনুরোধের পরিপ্রেক্ষিতে জার্সি থেকে মদের বিজ্ঞাপন ফেলে দিল এম এস ধোনি’র চেন্নাই সুপার কিংস।মঈন আলীকে বেঙ্গালুরু রিলিজ করে দেওয়ার পর নিলামে ৭ কোটি রুপিতে দলে নেয় চেন্নাই।
