সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে জিতিয়ে দেয়ার কথা বলে সংরক্ষিত নারী আসনের এক কাউন্সিলর প্রার্থীর থেকে ৫ লাখ টাকা নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সাবেক সভাপতির বিরুদ্ধে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী নারী কাউন্সিলর প্রার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি রাতে ভাইস চেয়ারম্যান শাহাজাদা হাছিনা খাতুনের বাড়িতে যান। এ সময় শাহাজাদা তাকে নির্বাচনে জিতিয়ে দেবেন বলে ৫ লাখ টাকা দাবি করেন। হাছিনা সঙ্গে সঙ্গে সেই টাকা দিয়ে দেন। কিন্তু পরের দিন ভোট শেষে বিজয়ী হিসেবে হাছিনার নাম না ঘোষণা করায় হাছিনা তার টাকা ফেরত চান।
ভুক্তভোগীর নারীর নাম হাছিনা আক্তার ময়না। তিনি পৌরসভার ৭, ৮ ও নং ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী ছিলেন।
জানতে চাইলে কলারোয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদা কোন মন্তব্য না করেই ফোন কেটে দেন।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, হাছিনা আক্তার ময়নার অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।