৩০ ডিসেম্বর ‘ভোটাধিকার হরণ দিবস’ এ ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আজ ঢাকায় কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ।
নুরুল হক নুর বলেন, পৃথিবীর ইতিহাসে রক্ত এবং ত্যাগ ছাড়া কোন আন্দোলন সফল হয়নি, অধিকার আদায় হয় নি। তাই দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় ৫২, ৭১, ৯০ এর মতো আরেকবার আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। ভারতের মদদে ১/১১ এ নীল নকশার মাধ্যমে দেশের গণতন্ত্র ধ্বংস করে একদলীয় স্বৈরশাসন কায়েম করা হয়েছে। ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের মদদে ২০১৪ সাল ও ১৮ সালের ৩০ ডিসেম্বর জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে সরকার অবৈধভাবে ক্ষমতায় আছে। স্বৈরাচার সরকারের কাছে দেশে আজ কেউই নিরাপদ নয়, সাংবাদিক দম্পত্তি সাগর- রুনি খুন হয়েছে, পুলিশ সেনাবাহিনীর একজন মেজরকে গুলি করে মারলো, ছাত্রলীগের সন্ত্রাসীরা আবরার, বিশ্বজিৎসহ অসংখ্য মানুষকে হত্যা করেছে।
সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদ খাঁন বলেন, “আজকে এমন একটা দিনে আমরা রাজপথে কর্মসূচি পালন করছি, যেদিন এই ভোট ডাকাত সরকার, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে ভোট ডাকাত সরকারকে হটিয়ে জনগণের সরকারকে ক্ষমতায় বসাতে হবে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব ও শ্রমিক অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করেছে যাচ্ছে। এই স্বেরাচার সরকারের সময় ঘনিয়ে এসেছে। একটা মধ্যবর্তী নির্বাচন দেওয়ার মাধ্যমে নিজেদের পাপ মোচন করুন। জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।”
সমাবেশ বক্তরা বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকারকে পদত্যাগ করে দ্রুত সময়ের মধ্য একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানান।