পাবনার চারটি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।
জেলার ঈশ্বরদী, ভাঙ্গুড়া, ফরিদপুর ও সাঁথিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ফরিদপুর পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ চলছে। বাকিগুলোতে চলছে ব্যালট পেপারে ভোটগ্রহণ। সকালের দিকে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। সকাল ৯টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও ৯ টার পরপরই ঈশ্বরদী ইসলামীয়া আলিম মাদরাসা কেন্দ্র থেকে বিএনপির মেয়র প্রার্থীকে মারপিট করে বের করে দেওয়ার অভিযোগ করেছেন।
সূত্রঃ বিডি প্রতিদিন