দীর্ঘদিন যাবত করোনায় বিপর্যস্ত জনগণের কথা না ভেবে ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) এবং অটোগ্যাস ও ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি কার্যকরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার।
আজ শনিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, করোনাকালে জনগণের দুরাবস্থার মধ্যে যদি এলপিজি গ্যাস ও ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি পায় তাহলে জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করবে। নেতৃদ্বয় বলেন, ভোজ্য তেল ও এলপিজি’র মূল্যবৃদ্ধি হওয়ায় মধ্যবিত্তের মানুষ চরম বিপাকে পড়বে। মূল্যবৃদ্ধির এ সংবাদ মধ্যবিত্তের মানুষের জন্য স্বস্তির নয়। ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেল ও এলপি গ্যাসের দাম বাড়ানো হবে অযৌক্তিক। দেশের জনগণ তা মানবে না। তারা বলেন, লকডাউন ও শাটডাউনের কারণে সাধারণ মানুষ অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। সে মুহুর্তে এধরণের মূল্যবৃদ্ধি চরম আকার ধারণ করবে।